Biggan O Projuktiখবরপ্রযুক্তিবিজ্ঞান ও প্রযুক্তি

করোনাভাইরাস নিয়ে ভুয়া তথ্য ঠেকাতে তৎপর হয়েছে ফেসবুক কতৃপক্ষ

, April 24, 2020 WAT
Last Updated 2020-08-10T07:05:41Z
Advertisement

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করোনাভাইরাস নিয়ে ছড়িয়ে পড়ছে নানা ভুয়া তথ্য ও গুজব।
যার ফলে নানান সমস্যার মুখোমুখি হচ্ছে অন্যরা । ভুল বা ভুয়া তথ্য ঠেকাতে তৎপর হয়েছে ফেসবুক কতৃপক্ষ ।
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ নিজেই স্ট্যাটাস পোস্ট করে এ খবর জানিয়েছেন ব্যবহারকারীদের।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক খোলা চিঠিতে জাকারবার্গ লেখেন– ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে মানুষকে সচেতন করতে স্বাস্থ্য পরিসেবার সঙ্গে যুক্ত প্রায় ২০০ কোটি ইউজার করোনাভাইরাস সংক্রান্ত তথ্য দিচ্ছেন। একইভাবে প্রায় ৩৫ কোটি ইউজার করোনা সম্পর্কে জানতে ফেসবুকে ক্লিক করছেন। তাই ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে ভুল তথ্য প্রচার কমানোর জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
মার্ক জাকারবার্গ আরো জানান যে যত দ্রুত সম্ভব করোনাভাইরাস বিষয়ে বিভিন্ন দেশের খবরা-খবরের তথ্যমূলক পোস্টগুলোতে কড়া নজরদারি করা হবে ।