Featured

MedicineNewsSubject

অক্সফোর্ডের করোনা ভ্যাক্সিনের এক্সপেরিমেন্ট: আশি ভাগ সফলতার আশা গবেষকদের

, এপ্রিল ২৪, ২০২০ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z

বৃটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দল কোভিড-১৯ করোনাভাইরাস এর ভ্যাক্সিন বা টিকা পরীক্ষামূলকভাব মানবদেহে প্রয়োগ করেছেন ।
গত বৃহস্পতিবার দুইজনের দেহে এই টিকা দেওয়া হয় । অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরিকৃত করোনাভাইরাসের ভাক্সিন পরীক্ষামূলক প্রয়োগের জন্য
স্বেচ্ছাসেবী আহ্বান করেছিলেন । এই স্বেচ্ছাসেবীদের শরীরে পরীক্ষামূলক টিকাটি প্রয়োগ করা হবে । অক্সফোর্ডের গবেষকদের আহবানে অসংখ্য মানুষ সাড়া দিয়েছেন ।
এদের মধ্য থেকে ৮০০ জনকে মনোনীত করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ।
বিবিসি জানিয়েছে, এক্সপেরিমেন্ট এ অংশগ্রহনকারী স্বেচ্ছাসেবীদের অর্ধেককে কোভিড-১৯ এর টিকা এবং বাকিদের ম্যানিনজাইটিস প্রতিরোধক টিকা প্রয়োগ করা হবে ।
আগামী কয়েকমাস এই দুই গ্রুপের স্বেচ্ছাসেবীদের গবেষক দলের পর্যবেক্ষনে রাখা হবে ।
যদি কোভিড-১৯ এর এই টিকা সফলভাবে কার্যকর হয় তবে এ বছর সেপ্টেম্বরে এর ডোজ বাজার জাত করার আশা প্রকাশ করেছেন গবেষক দল ।
এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন ভ্যাকসিনোলোজির প্রফেসর সারাহ গিলবার্ট। তিনি বলেছেন, 'আমি মোটামুটি ৮০% নিশ্চিত যে টিকাটি করোনাভাইরাসের বিরুদ্ধে কাজ করবে।'