Featured

MedicineNewsResearchSubject

মেডিসিনের তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগে সাফল্যের দাবি ডা. অ্যান্টনি ফৌসির

, এপ্রিল ৩০, ২০২০ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z

কোভিড-১৯ (করোনাভাইরাস) এর মাহামারিতে থমকে দাড়িয়েছে সম্পূর্ণ পৃথিবী । যা ইতিমধ্যে ছড়িয়েছে ২১০ টি দেশে ।
বিজ্ঞানীরা নানাভাবে এর টিকা এবং ঔষধ আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন । কিন্তু এটি প্রতিরোধে কোনো মেডিসিনের অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
ইতিমধ্যে বিভিন্ন দেশে কোভিড-১৯ এর টিকার পরীক্ষামূলক প্রয়োগ চলছে । হাতে থাকা বিভিন্ন মেডিসিন দিয়ে এই ভাইরাসের প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে ।
মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা পরীক্ষাগারে রেমডেসিভির নামের একটি অ্যান্টিভাইরাল মেডিসিনের প্রয়োগে সাফল্য পেয়েছেন বলে জানিয়েছেন । 
মার্কিন বায়োফার্মাসিউটিক্যাল সংস্থা গ্লিড সায়েন্সেসের তৈরি এ ওষুধ ক্লিনিক্যাল ট্রায়াল বা তৃতীয় পর্যায়ের পরীক্ষাতেও সফল হয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মেডিসিনটি যে বায়োফার্মাসিউটিকাল কম্পানি বানিয়েছেন তারা জানিয়েছেন যে , যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত রোগীদের রেমডেসিভির ওষুধটি প্রয়োগ করে দেখা গেছে রোগীর অবস্থার উন্নতি হচ্ছে।
রেমডেসিভির প্রথম প্রয়গে ৬২ শতাংশ রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গেছেন বলে জানিয়েছে সংস্থাটি ।