Featured

AdmissionNews

পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সর্বজনীন নীতিমালা

, জুন ০৮, ২০১৯ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z

১। ঘুম থেকে উঠে -মোবাইল নয় , শীট / বই খুজুন !
২। ঘুমানোর আগে ভাবুন , আপনি একজন ভর্তি যোদ্ধা , স্লিপিং বয়/ গার্ল নয় !
৩। প্রতিদিন গফ/বফ কে গুড মর্নিং/ গুড নাইট পাঠানোর পরিবর্তে একটা করে ভোকাবুলারি পাঠান !
৪। কথায় নয় , কাজ করে দেখান ! চাপা মারা নিষেধ !
৫। দিনে কয় ঘন্টা পড়ছেন সেটা মাথায় না রেখে , কয় ঘন্টা পড়ছেন না সেটা মাথায় রাখুন !
৬। উপদেশ নেয়ার আগে , দেখে নিন উপদেশ কে দিচ্ছে !
৭। কোচিং / প্রাইভেট নয় , ভরষা রাখুন নিজের উপর!
৮। তোতা পাখির মত মুখস্ত নয় , বুঝে পড়ুন !
৯। অতিরিক্ত পড়ে ভাব মারার আগে , দেখুন বিগত বছরের প্রশ্ন গুলো সব পারেন কি না ।
১০। জিপিএ নয়, পরিশ্রমই হবে চান্স পাওয়ার মাপকাঠি