Featured

Warehouse

জিল্যান্ডিয়া: পৃথিবীর অষ্টম মহাদেশ

, আগস্ট ১১, ২০২০ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z

মহাদেশ  ওশেনিয়া কাকে বলে  নিউজিল্যান্ড  মহাদেশ কয়টি  বৃহত্তম মহাদেশ কোনটি  নিউজিল্যান্ড কোন মহাদেশে অবস্থিত  Antarctica bangla  কোন দেশ কোন মহাদেশে অবস্থিত zealandia continent  9th continent  9th continent of the world  8th continent discovered  new zealand continent  continents of the world  when was zealandia discovered  new continent
Hidden Continent Zealandia

এতদিন জানতেন পৃথিবীতে মোট সাতটি মহাদেশ । তাই না? পৃথিবীর অষ্টম মহাদেশ সম্পর্কে শুনেছেন কখনো ? জিল্যান্ডিয়া হলো পৃথিবীর অষ্টম মহাদেশ । আসুন আজ পৃথিবীর অষ্টম মহাদেশ জিল্যান্ডিয়া সম্পর্কে আমরা জেনে নি ।

ছোটবেলা থেকে ভূগোল বইয়ে পড়া আছে পৃথিবীতে মহাদেশের সংখ্যা সাতটি। কিন্তু এবার তা বদলাতে হতে পারে। বিজ্ঞানীরা অষ্টম মহাদেশের অস্তিত্বের কথা বলছেন। সে দাবি অবশ্যই নতুন নয়। তবে এই প্রথমবার অষ্টম মহাদেশের সম্ভাব্য মানচিত্র সামনে আনেন বিজ্ঞানীরা। সেই সাথে অষ্টম মহাদেশের আয়তনসহ আরো অনেক কিছু তথ্যও জানানো হয়। বহু বছর আগে এ অষ্টম মহাদেশ সমুদ্রের অতলে তলিয়ে গেছে বলে দাবি বিজ্ঞানীদের৷ অষ্টম এ মহাদেশের নাম ‘জিল্যান্ডিয়া’।
মহাদেশ  ওশেনিয়া কাকে বলে  নিউজিল্যান্ড  মহাদেশ কয়টি  বৃহত্তম মহাদেশ কোনটি  নিউজিল্যান্ড কোন মহাদেশে অবস্থিত  Antarctica bangla  কোন দেশ কোন মহাদেশে অবস্থিত zealandia continent  9th continent  9th continent of the world  8th continent discovered  new zealand continent  continents of the world  when was zealandia discovered  new continent
জিল্যান্ডিয়ার মানচিত্র - Map of Zealandia


অষ্টম মহাদেশ ‘জিল্যান্ডিয়া’ নিয়ে ১৯৯৫ সাল থেকে গবেষণা করে আসছেন বিজ্ঞানীরা। তিন বছর আগে ২০১৭ সালে সে গবেষণা সম্পূর্ণ হয়। কেমন সে মহাদেশের চেহারা? নিউজিল্যান্ডেরবিজ্ঞানীরা এর সম্ভাব্য মানচিত্রও তৈরি করে ফেলেন। নিউজিল্যান্ডের গবেষণা প্রতিষ্ঠান ‘জিএনএস সায়েন্স’ এ বিষয়টি নিয়ে কাজ করছে৷ সেই জিএনএস সায়েন্সই অষ্টম মহাদেশের মানচিত্র প্রকাশ করেছে। 
অষ্টম মহাদেশ ‘জিল্যান্ডিয়া’র অবস্থান অষ্ট্রেলিয়ার পূর্বে নিউজিল্যান্ডের ঠিক উত্তরে। বিজ্ঞানীদের দাবি অনুসারে, এ মহাদেশটি প্রায় আড়াই কোটি বছর আগে সমুদ্রে ডুবে যায়৷ মানচিত্র দেখে বোঝা যায়, অষ্টম মহাদেশ ‘জিল্যান্ডিয়া'র মাঝের একটি ছোট অংশ বাদে বাকি সবই ডুবে যায়। আর ঐ জেগে থাকা অংশই হল এখনকার নিউজিল্যান্ড দেশ। 
এখন পর্যন্ত ‘জিল্যান্ডিয়া’ সম্পর্কে যে তথ্য সামনে এসেছে, তা দিয়ে অষ্টম মহাদেশের অবস্থান সম্পর্কে জানতে এর টেকটোনিক ও ব্যাথিমেট্রিক নকশা প্রস্তুত করেন নিউজিল্যান্ডের বিজ্ঞানীরা। তাদের অনুমান ‘জিল্যান্ডিয়া’ মহাদেশের আয়তন ছিল ৫০ লাখ বর্গকিলোমিটারের মত। গবেষণায় আরো দাবি করা হয়, প্রশান্ত মহাসাগরে  প্রায় ৩৮০০ ফুট গভীরে তলিয়ে গেছে এ মহাদেশ। যদিও ‘লর্ড হাউ রাইজে বলস পিরামিড’ নামে ঐ মহাদেশের একটি পাহাড় সমুদ্রের ওপরে বেরিয়ে রয়েছে। এ থেকেই অনুমান করা যায় সমুদ্রের ভেতর বড় একটা ভূখণ্ড ডুবে গেছে। সেটাই অষ্টম মহাদেশ ‘জিল্যান্ডিয়া’।
- কারেন্ট অ্যাফেয়ার্স হতে...