Featured

NewsTechnology

পাবজি (PUBG) আসক্তি: ১৬ লক্ষ টাকা গেম খেলতে খরচ করলো ছাত্র!

, জুলাই ০৪, ২০২০ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z
পাবজি লাইট  পাবজি খেলা  পাবজি কর্পোরেশন  পাবজি গেম খেলার নিয়ম  পাবজি গেম কি  প্লেয়ারআননোওন'স ব্যাটলগ্রাউন্ড  পাবজি ফ্রী ফায়ার  পাবজি লাইভ ভিডিও
PUBG - Player Unknown Battle Ground

বর্তমান সময়ের জনপ্রিয় FPS গেম পাবজি (PUBG-Player Unknown Battle Ground) তে প্রায় ১৬ লক্ষ টাকা খরচ করেছে ভারতের পাঞ্জাব প্রদেশের এক কিশোর । গেমের ভেতরে ইন-অ্যাপ পার্চেস বা কেনাকাটায় এ টাকা খরচ করে সে ।

বাবার সারাজীবনের সঞ্চিত টাকা মা-বাবার অজান্তে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে এ টাকা খরচ করলো সে । তারা বাবা চিকিৎসাবাবদ খরচের জন্য এই টাকা জমিয়েছিলেন ।পঞ্জাবের খারারের বাসিন্দা ওই কিশোর সব টাকাই ঢেলে দিল পাবজিতে ।
কিশোরের মা-বাবা জানিয়েছেন, পাবজি মোবাইল অ্যাকাউন্ট আপগ্রেড করার জন্য সে তিনটি অ্যাকাউন্ট ব্যবহার করেছে৷ নিজের জন্য ও টিমের অন্যদের জন্য একাধিক ইন-অ্যাপ কেনাকাটা করেছে। ব্যাংকের স্টেটমেন্ট দেখে মাথায় হাত পড়ে যায় ছেলেটির বাবার।
মায়ের ফোন ব্যবহার করে লেনদেন করতো এই কিশোর এবং ব্যাংক থেকে আসা মেসেজগুলো ডিলিট করে দিত সে  । বহুদিন যাবত ঘটে চলেছে এই ঘটনা । মা ভাবত, অনলাইনে পড়াশোনার জন্য সারাদিন স্মার্টফোনে বুঁদ হয়ে থাকে ছেলে।