Featured

News

মাস্ক পরিধানে ব্যবহারকারীদের উৎসাহ দিচ্ছে ফেসবুক ও ইনস্টাগ্রাম

, জুলাই ০৪, ২০২০ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z
Facebook and Instagram Mask
Facebook and Instagram

কোভিড-১৯ বা করোনাভাইরাসের মহামারী ছড়িয়েছে গোটা বিশ্বে । ভাইরাসটির সংক্রমন থেকে রেহাই পেতে বিশেষজ্ঞরা মানুষদের মাস্ক পরিধান করে বাড়ির বাহিরে যেতে পরামর্শ দিচ্ছেন । এবার ফেসবুক এবং ইনস্টাগ্রাম ও মাস্ক পরিধান করার সচেতনতায় এগিয়ে এসেছেন ।

বৃহস্পতিবার ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে,
মাস্ক পরার জন্য মানুষকে উৎসাহিত করবে ফেসবুক ও তার মালিকানাধীন ইনস্টগ্রাম।
ব্যবহারকাড়িরা ফেসবুকের মূল সাইটের পাশাপাশি ইনস্টাগ্রামে নিজেদের ফিডের ওপর একটি সতর্কবার্তা দেখতে পাবে। যেখানে মাস্ক পরায় উৎসাহ দেওয়া হবে এবং ব্যবহারকারীকে এ সংক্রান্ত তথ্য দিতে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সাইটে পাঠানো হবে।