Featured

MedicineSubject

উপসর্গহীণ রোগীদের মাধ্যমেও ছড়াতে পারে করোনাভাইরাস WHO এর নতুন তথ্য

, জুন ১৪, ২০২০ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z

করোনাভাইরাসের উপসর্গ নেই, এমন কারো মাধ্যমে কোভিড-১৯ সংক্রমণের ঘটনা ‘খুবই বিরল’ -গত সোমবার এমনটাই জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু সংস্থাটির বক্তব্যের সঙ্গে বিশ্বের অনেক বিজ্ঞানীই একমত হতে পারেননি।
এর ফলে তৈরি হয় বিতর্ক । এমতা অবস্থায় গত মঙ্গলবার এক ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) এটি নিয়ে নতুন তথ্য দিয়েছেন । WHO জানিয়েছে, উপসর্গহীন রোগীদের মাধ্যমেও ছড়াতে পারে করোনাভাইরাস ।