Featured

MedicineSubject

'ডেক্সামেথাসোন' করোনাভাইরাসের প্রথম জীবন রক্ষাকারী ওষুধ

, জুন ২১, ২০২০ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z
ডেক্সামেথাসোন
Dexamethasone medicine


ডেক্সামেথাসোন একটি সস্তা এবং সহজলভ্য ওষুধ । যা কোভিড-১৯ করোনাভাইরাসে গুরুতর অসুস্থ রোগীদের জীবন রক্ষা করতে সাহা্য্য করতে সক্ষম ।

বিশেষজ্ঞরা বলছেন প্রাণঘাতী এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এই স্বল্প মাত্রার স্টেরয়েড চিকিৎসা একটা অসাধারন আবিষ্কার।
ডেক্সামেথাসোন ব্যবহার করলে ভেন্টিলেটারে থাকা করোনা রোগীদের মৃত্যুর ঝুঁকি কমে তিন ভাগের এক ভাগে চলে আসতে পারে । যে সকল রোগীদের অক্সিজেন দিয়ে ট্রিটমেন্ট করা হচ্ছে তাদের ক্ষেত্রে মৃত্যুর হার পাঁচ ভাগের এক ভাগ পর্যন্ত কমানো যেতে পারে । গবেষকরা অনুমান করছেন ব্রিটেনে যখন করোনা মহামারি শুরু হয়েছে তার প্রথম থেকেই যদি এই ওষুধ ব্যবহার করা সম্ভব হতো তাহলে পাঁচ হাজার পর্যন্ত জীবন বাঁচানো যেত। কারণ এই ওষুধ সস্তা এবং সহজলভ্য ।

Source- https://www.bbc.com/bengali/news-53064712
https://theconversation.com/dexamethasone-the-cheap-old-and-boring-drug-thats-a-potential-coronavirus-treatment-140932