Featured

Admission

প্রি-রেজিস্ট্রেশন করে জেনে নিন এসএসসি/সমমান পরীক্ষার ফলাফল

, মে ২০, ২০২০ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z
মোবাইলে এসএমএস এর মাধ্যমে প্রি-রেজিস্ট্রেশন করে জেনে নিন এসএসসি/সমমান পরীক্ষার ফলাফল।
এখন ঘরে থেকেই সহজে জেনে নিন এসএসসি/দাখিল পরীক্ষার ফলাফল। এসএমএস এর মাধ্যমে প্রি রেজিস্ট্রেশন করলেই, পরীক্ষার ফলাফল পেয়ে যাবেন কোন অপেক্ষা ছাড়াই। প্রি রেজিস্টার্ড গ্রাহকরা ফলাফল প্রকাশ মাত্রই এসএমএস এর মাধ্যমে জেনে যাবেন ফলাফল।

এসএমএস এর মাধ্যমে প্রি-রেজিস্ট্রেশন করার প্রক্রিয়াঃ

মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে SSC অথবা Dakhil লিখে একটি <space> দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখে আবার একটি <space> দিয়ে প্রার্থীর রোল নম্বর, তারপর আরো একটি <space> দিয়ে ২০২০ লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে (চার্জ প্রযোজ্য) ।
প্রি-রেজিস্ট্রেশনের শেষ সময় ফলাফল প্রকাশের ২৪ ঘন্টা পূর্ব পর্যন্ত।

প্রতিটি শিক্ষাবোর্ডের সংক্ষেপঃ

1. BARISHAL BOARD: BAR
2. DHAKA BOARD: DHA
3. CHITTAGONG BOARD : CHI
4. COMILLA BOARD:COM
5. DINAJPUR BOARD: DIN
6. JESSORE BOARD: JES
7. MADRASAH BOARD: MAD
8. MYMENSINGH BOARD: MYM
9. RAJSHAHI BOARD: RAJ
10. SYLHET BOARD: SYL
11. TECHNICAL/VOCATIONAL BOARD: TEC

-সংগৃহীত টেলিটকের ফেসবুক পাতা থেকে