Featured

NewsScholar

বাংলাদেশি অধ্যাপককে ব্রিটেনের সর্বোচ্চ নিউরোসার্জারি পুরুষ্কার দিলেন এনডিএস

, এপ্রিল ০১, ২০১৯ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z

অক্সফোর্ড ফাংশনাল নিউরোসার্জারির প্রতিষ্ঠাতা বাংলাদেশে জন্মগ্রহণকারী ব্রিটিশ অধ্যাপক টিপু আজিজ ব্রিটেনের সর্বোচ্চ নিউরোসার্জারি পুরস্কার লাভ করেছেন ।

অধ্যাপক টিপু আজিজ

একটি বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, নুফিল্ড ডিপার্টমেন্ট অব সার্জিক্যাল সায়েন্সেস (এন্ডিএস) অধ্যাপক টিপু আজিজকে নিউরোসার্জারিতে তার অবদানের জন্য আজীবন সম্মাননা হিসেবে "মেডাল অব দ্য সোসাইটি অব ব্রিটিশ নিউরোলজিক্যাল সার্জনস" প্রদান করেছে ।

অধ্যাপক আজিজ লন্ডন ইউওনিভার্সিটি কলেজে নিউওরোফিজিওলজি বিভাগে পড়াশোনা করেন ।

তিনি পারকিনসন'স এবং মাল্টিপল স্ক্লেরোসিস সহ  বিভিন্ন রোগ গবেষক হিসেবে সুনাম অর্জন করেছেন বিশ্ব জোড়ে ।