Featured

CareerSkillWarehouseWise

১১ টি পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট টেকনিক!

, মে ২৭, ২০২২ WAT
Last Updated 2022-05-27T08:14:26Z
নিজের দক্ষতা উন্নয়নের স্কিল


বর্তমান বিশ্বে পার্সোনাল স্কিল বা ব্যাক্তিগত দক্ষতা বাড়ানোর কোনো বিকল্প নেই। পৃথিবী এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রাতিষ্ঠানিক সার্টিফিকেটের চেয়ে দক্ষতার মূল্য অনেক বেশি । তাই পার্সোনাল স্কিল ডেভেলপ করা তরুণ প্রজন্মের জন্য খুবই প্রয়োজনীয় একটি বিষয় হয়ে দাড়িয়েছে । 


এখানে পার্সোনাল স্কিল উন্নয়নের ১১ টি টেকনিক দেয়া হলো :-


১. কথা হজম করতে শিখুন.! এইটা অনেক বড় গুণ! আপনাকে জীবনে জিততে সহায়তা করবে।

২.  কখনও তর্কে জিততে যাবেন না.! এটা সময়ের অপচয়।

৩. আপনার প্রতিপক্ষকে জিতিয়ে দিন.! আপনার প্রতিপক্ষ যদি খুশী হয় সে জিতে গেছে ভেবে! আপনি একটু হাসুন।

৪. মনে রাখবেন, কখনও কখনও জিততে হলে হারতে হবে! আর আপনার আজকের এই হারই আপনাকে বড় জয় এনে দিবে।

৫. হারতে শিখুন! সব জায়গায় জিততে নেই.! এটা বোকামি।

৬. মনে রাখবেন, কথায় কাজ হবে না.! তাই কাজ শুরু করুন নিরবে! আপনার কাজই কথা বলবে।

৭. আপনাকে যারা বিশ্বাস করে না, তাদের চিন্তা বাদ দিন! নিজেকে বিশ্বাস করুন.! নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে।

৮. আপনি অনেক কিছু পারেন.! কি দরকার বলে বেড়ানোর! কাজ করুন! যার প্রয়োজন সে আপনাকে এমনেতেই খুঁজে বের করবে।

৯. মনে রাখবেন, চিতা বাঘ কখনও কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা করে না.! কুকুরদের জিততে দিন.! আপনি যে  চিতা বাঘ তা বোঝানোর জন্য সঠিক সময়ের অপেক্ষায় থাকুন।

১০. নিজের প্রয়োজনেই তর্ক এড়িয়ে চলুন ! আর নিরবে কাজ করুন! আপনার কাজই আপনার কথা বলবে।

১১. বিনয়ী হতে শিখুন, বিনয়ী হতে পারলে আপনি বিশ্ব জয় করতে পারবেন। ইনশাআল্লাহ।

ইন্টারনেট হতে...