Featured

Admission

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা-২০২২

, ফেব্রুয়ারী ১৬, ২০২২ WAT
Last Updated 2022-02-16T13:42:49Z

rajshahi university ranking rajshahi university admission circular 2020-21 rajshahi university result rajshahi university school notice rajshahi university b unit rajshahi university subject list rajshahi university website rajshahi university teacher list
Rajshahi university administrative building


রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম একটি সু-নাম ধন্য পাবলিক বিশ্ববিদ্যালয় । প্রতিবছর এইচএসসি পাশ করা অসংখ্য ছাত্র-ছাত্রীর ইচ্ছা থাকে উচ্চতর পড়াশুনার জন্য বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ।

দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থি ভর্তি করিয়ে থাকে । রাজশাহী বিশ্ববিদ্যালয় ও তার ব্যতিক্রম নয় ।

১।রাবিতে শুধু মাত্র এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

২।রাবিতে নেগেটিভ মার্কিং আছে। ৫ টি প্রশ্নের ভুল উত্তর করার জন্য ১ নম্বর কাটা যাবে।  

 ৩।সেকেন্ড টাইম নেই। তাই চান্স পাওয়া তুলনামূলক সহজ হবে।

৪। জিপিএ এর উপর কোন নম্বর নেই। ভর্তি পরীক্ষার ১০০ নম্বর মধ্যে থেকে  প্রাপ্ত নম্বর থেকেই মেধা তালিকা প্রকাশিত করা হবে।

৫। ভর্তি পরীক্ষায় (৬৫ - ৬৮) % নম্বর পেলেই চান্স পাওয়ার সম্ভাবনা থাকে ।