Featured

HSCPhysicsStudy

ভৌত জগৎ ও পরিমাপ: সাধারণ প্রশ্ন এবং উত্তর

, ডিসেম্বর ২২, ২০২১ WAT
Last Updated 2021-12-22T16:20:44Z
ভৌত রাশি ও পরিমাপ সৃজনশীল প্রশ্ন পরিমাপ ও একক ব্যাখ্যা করতে পারবে ওজন পরিমাপ পরিমাপ ও একক pdf দৈর্ঘ্য পরিমাপ ভর এর মাত্রা কি মৌলিক রাশির একক ও মাত্রা পরিমাপ কাকে বলে class 9
ভৌত জগত ও পরিমাপ


জগৎ কি?

আমরা যেখানে আছি, যে কারনে আছি, যা পঞ্চইন্দ্রিয় দ্বারা অনুভব করছি বা আমাদের অনুভূতি বহির্ভূত যা কিছু অস্তিত্বশীল (ভর ও শক্তি) রয়েছে তাই জগৎ বা জগত ।


জগত কয় প্রকার?

জগত দুই প্রকার । ভৌত জগৎ ও জীব জগৎ ।


ভৌত জগৎ বা জড় জগৎ কি?

যার জীবন নেই, তা নিয়ে যে জগৎ গঠিত তাকে ভৌত জগৎ বলে ।


ভৌত জগৎ কয়টি উপাদান নিয়ে গঠিত?

ভৌত জগৎ চারটি উপাদান নিয়ে গঠিত ।


ভৌত জগতের উপাদানগুলো কি কি?

উত্তর: ১। স্থান

২। কাল বা সময়

৩। ভর

৪। শক্তি ।


সাধারনত পদার্থবিজ্ঞানকে কয় ভাগে ভাগ করা হয়?

সাধারনত পদার্থবিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা হয় । এগুলো হলো: বলবিদ্যা ও পদার্থের ধর্ম ।


বলবিদ্যা কি?

বলবিদ্যা বস্তুর উপর বলের ক্রিয়া সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকে ।


বলবিদ্যা কত প্রকার ও কি কি?

বলবিদ্যা দুই প্রকার ।

১। স্থিতিবিদ্যা ।

২। গতিবিদ্যা ।


স্থিতিবিদ্যা ও গতিবিদ্যা কি?

স্থিতিবিদ্যা স্থিতিশীল বস্তুর ওপর বলের ক্রিয়া আলোচনা করে থাকে ।

গতিব্যা গতিশীল বস্তুর ওপর বলের ক্রিয়া আলোচনা করে ।


গতবিদ্যা কয় প্রকার ও কি কি?

১। সৃতিবিদ্যা

২। চলবিদ্যা ।


পদার্থের ধর্ম কাকে বলে?

পদার্থের কতগুলো গুণ বা বৈশিষ্ট্য রয়েছে । এগুলোকে মিলিতভাবে পদার্থের ধর্ম বলে ।


পর্দার্থের ধর্ম কত প্রকার ও কি কি?

পদার্থের ধর্ম দুই প্রকার।

১। সাধারন ধর্ম

২। বিশেষ ধর্ম ।


পদার্থের সাধারন ধর্ম কাকে বলে?

যে ধর্ম সকল পদার্থের কম-বেশি রয়েছে তাকে পদার্থের সাধারন ধর্ম বলে ।


পদার্থের বিশেষ ধর্ম কাকে বলে?

যে ধর্ম সকল পদার্থের নেই তাকে পদার্থের বিশেষ ধর্ম বলে ।


ধারনা বা প্রত্যয় বা কনসেপ্ট কাকে বলে?

কোনো কিছু সম্পর্কে সঠিক উপলব্ধি বা বোধগম্যতা হলো ঐ বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা । ধারণা হলো কোনো ভাবনা বা চিন্তাধারা বা কোনো সাধারণ অভিমত ।


সূত্র কাকে বলে?

যখন কোনো তত্ত্ব অনেক পরীক্ষা-নিরীক্ষার সাহায্যে প্রমাণিত হয় এবং এর মূল কথাগুলি একটি উক্তির মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে বৈজ্ঞানিক সূত্র বলা হয় ।


নীতি কাকে বলে?

যে সকল প্রাকৃতিক সত্য সরাসরি স্পষ্টভাবে প্রমাণ করা যায় এবং ঐ সত্যের সাহায্যে অনেক প্রাকৃতিক ঘটনাকে প্রমাণ করা যায়, তাকে নীতি বলে ।


স্বীকার্য কাকে বলে?

কোনো গাণিতিক মডেল বা সূত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে যদি কিছু পূর্বশর্ত স্বীকার করে নেওয়া হয়, তবে ঐ পূর্বশর্তসমূহকে স্বীকার্য বলে ।


অনুকল্প বা হাইপোথিসিস কি?

বিজ্ঞানীরা তাদের পর্যবেক্ষিত ঘটনার কারণ সম্বন্ধে ব্যাখ্যা প্রদানের জন্য অনেক সময় পূর্বে আবিষ্কৃত প্রাকৃতিক নিয়মের সাথে সামঞ্জস্য রেখে কিছু অনুমান করেন । এই অনুমানগুলোকে বলা হয় অনুকল্প ।


তত্ত্ব বা থিওরি কি?

অনুকল্প বা হাইপোথিসিস ও নিয়মের সমন্বয়ে যা প্রতিষ্ঠিত হয় তাকে তত্ত্ব বা থিওরি বলে ।