Featured

GadgetsTechnology

হোয়াটস অ্যাপে নতুন ফিচার: একবার দেখলেই মুছে যাবে পাঠানো ছবি ও ভিডিও

, আগস্ট ২৭, ২০২১ WAT
Last Updated 2021-08-27T10:15:52Z

হোয়াটস অ্যাপ ডাউনলোডিং WhatsApp হোয়াটসঅ্যাপ সেটিং WhatsApp app WhatsApp apps whatsapp inc. হোয়াটসঅ্যাপ চাই হোয়াটস্যাপ ডাউনলোড
WhatsApp view once 


জনপ্রিয় বার্তা আদান-প্রদান মাধ্যম হোয়াটস অ্যাপ (Whatsapp) নিয়ে এলো নতুন এক ফিচার । এখন থেকে ব্যবহারকারি চাইলে ছবি ও ভিডিও প্রাপকের কাছে এমনভাবে পাঠাতে পারবেন যে-  প্রাপক একবার সেই ছবি অথবা ভিডিও দেখার পরেই তা স্বয়ংক্রিয়ভাবে ডিভাইস থেকে মুছে যাবে ।

ফেসবুকের মালিকানাধীন এই প্রতিষ্ঠান নতুন এই ফিচারের নাম দিয়েছে 'View Once Photos & Videos'।

গত বছর হোয়াটস অ্যাপ এর ব্যবহারকারীর জন্য নিয়ে এসেছিলো ডার্ক মোড ফিচার । যা ব্যবহারকারীর মাঝে বেশ জনপ্রিয়তা পেয়েছে । হোয়াটস অ্যাপ মনে করছে, নতুন ফিচারের ফলে ব্যবহারকারীদের মধ্যে আদান প্রদান হওয়া বার্তার গোপনীয়তা আরো সুরক্ষিত থাকবে।