Featured

Admission

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সকল ইউনিটের ভর্তি পরীক্ষার মান বন্টন

, অক্টোবর ১৫, ২০২০ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z

chittagong university result chittagong university logo chittagong university admission 2019-20 chittagong university of engineering and technology chittagong university address chittagong university teacher list chittagong university college chittagong university unit details চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভাগ সমূহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট সমূহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সকল বিভাগ - University of Chittagong


Chittagong University - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় । বন্দর নগরী চট্টগ্রামে অবস্থিত হওয়ায় এই বিশববিদ্যালয়ের গুরুত্ব আরো বেড়েছে ।

বাংলাদেশের চট্টগ্রামের মূল শহর থেকে ২২ কিলোমিটার বা ১৪ মেইল উত্তরে ২১০০ একর বা ৮৫০ হেক্টর পাহাড়ি ও সমতল ভূমির উপর অবস্থিত সরকারি বহু অনুষদভিত্তিক গবেষণা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় - Chittagong University । সবুজের অরণ্যে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ১৯৬৬ সালে স্থাপিত হয় । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়তনের দিক থেকে বাংলাদেশের সব চেয়ে বড় বিশ্ববিদ্যালয় । বহু গুণি মানুষ এই বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে গেছেন ।


Chittagong University (CU) - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এর সকল ইউনিটের ভর্তি পরীক্ষার মান বন্টন


এ ইউনিট (বিজ্ঞান অনুষদ)

১. বাংলা ১০ নম্বর

২. ইংরেজী  ১৫ নম্বর

৩. গণিত ২৫ নম্বর

৪. পদার্থবিদ্যা, রসায়ন, পরিসংখ্যান থেকে ৫০ নম্বর

(যে কোন ০২টি বিষয়ের উত্তর দিতে হবে )

পাস মার্ক = ৪০ মোট = ১০০ নম্বর

নোট :

১. ভর্তিচ্ছু প্রার্থীকে বাংলায় ন্যূনতম ৩ নম্বর, ইংরেজীতে ন্যূনতম ৪ নম্বর এবং গণিতে ন্যূনতম ১০ নম্বর পেতে হবে।

২. পদার্থবিদ্যা বিভাগে ভর্তিচ্ছু প্রার্থীকে পদার্থবিদ্যা বিষয়ে ন্যূনতম ১০ নম্বর পেতে হবে।

৩. রসায়ন এবং ফলিত ও পরিবেশ রসায়ন বিভাগে ভর্তিচ্ছু প্রার্থীকে রসায়ন বিষয়ে ন্যূনতম ১০ নম্বর পেতে হবে।

৪. গণিত ও পরিসংখ্যান বিভাগে ভর্তিচ্ছু প্রার্থীকে গণিত বিষয়ে ন্যূনতম ১০ নম্বর পেতে হবে।


বি ইউনিট (বি১) ভর্তি পরীক্ষা


বাংলা,ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে এবং আধুনিক ভাষা ইন্স্টিটিউট (আইএমএল) এর বিষয়ে ভর্তিচ্ছু ছাত্র/ছাত্রীদের জন্য :

১। বাংলা ৩৫ নম্বর

২। ইংরেজি  ৩৫ নম্বর

৩। সাধারণ জ্ঞান  ৩০ নম্বর

পাস মার্ক = ৪০ মোট = ১০০ নম্বর

নোট: ১. বাংলা ও ইংরেজি বিষয় ছাড়া বি১ এর অন্যান্য বিষয়ে ভর্তিচ্ছু প্রার্থীদের বাংলায় ন্যূনতম ১০ নম্বর, ইংরেজিতে ৯ নম্বর এবং সাধারণ জ্ঞান বিষয়ে ১২ নম্বর পেতে হবে।

২. ইংরেজি বিষয়ে ভর্তিচ্ছু প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অবশ্যই বাংলায় ন্যূনতম ১০ নম্বর, ইংরেজিতে ২০ নম্বর এবং সাধারণ জ্ঞান বিষয়ে ১২ নম্বর পেতে হবে।

৩. আধুনিক ভাষা ইন্স্টিটিউট (আইএমএল) এর অধীনে বিষয়ে ভর্তিচ্ছু  প্রার্থীকে অবশ্যই বাংলায় ন্যূনতম ১০ নম্বর, ইংরেজিতে ১৭ নম্বর এবং সাধারণ জ্ঞান বিষয়ে ১২ নম্বর পেতে হবে।

৪. বাংলা বিষয়ে ভর্তিচ্ছু প্রার্থীকে অবশ্যই ইংরেজিতে ন্যূনতম ৯ নম্বর, বাংলায় ১৮ নম্বর এবং সাধারণ জ্ঞান বিষয়ে ১২ নম্বর পেতে হবে।


 (বি২) ভর্তি পরীক্ষা

১। বাংলা  ৩০ নম্বর

২। ইংরেজি ৩০ নম্বর

৩। আরবি ২০ ও ইসলামী শিক্ষা ২০ মোট ৪০ নম্বর

পাস মার্ক = ৩৭ মোট  ১০০ নম্বর

নোট: (১) আরবি এবং ইসলামিক স্টাডিজ বিভাগের আরবি ও ইসলামিক স্টাডিজ অনার্স বিষয় দু’টির ভর্তি পরীক্ষা একই দিনে একই প্রশ্নপত্রের মাধ্যমে নেয়া হবে।

(২) ভর্তিচ্ছু প্রার্থীকে ভর্তি পরীক্ষায় বাংলায় ন্যূনতম ৬ নম্বর,ইংরেজিতে ন্যূনতম ৫ নম্বর এবং আরবি ও ইসলামিক স্টাডিজ উভয় বিষয়ে ন্যূনতম ১৫ নম্বর পেতে হবে।

(৩) ভর্তি পরীক্ষার ফলাফলের মেধাক্রমানুসারে আরবি এবং ইসলামিক স্টাডিজ বিষয়ে ভর্তিচ্ছু প্রার্থীদের মেধা তালিকা প্রস্তুত করা হবে।


চারুকলা ইন্স্টিটিউট : (বি৩) ভর্তি পরীক্ষা


১। বাংলা ৩০ নম্বর

২। ইংরেজি ৩০ নম্বর

৩। ব্যবহারিক ৪০ নম্বর

পাস মার্ক ৩৭ মোট ১০০ নম্বর

নোট: (১) সাধারণ ভর্তিচ্ছু প্রার্থীকে ভর্তি পরীক্ষায় ব্যবহারিক ছাড়া ন্যূনতম বাংলা ৬ নম্বর, ইংরেজিতে ৫ নম্বর এবং ব্যবহারিক পরীক্ষায় ২০ নম্বর পেতে হবে। কোটার পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা (এমসিকিইউ) ও ব্যবহারিক পরীক্ষায় ৩৫ নম্বর পেতে হবে।

(২) ভর্তি পরীক্ষার (এমসিকিইউ) সময়কাল হবে এক ঘণ্টা এবং ব্যবহারিক পরীক্ষার সময়কাল হবে এক ঘণ্টা। ভর্তি পরীক্ষা (এমসিকিইউ) ও ব্যবহারিক পরীক্ষা চট্টগ্রাম শহরস্থ চারুকলা ইন্স্টিটিউটে অনুষ্ঠিত হবে।


পালি (বি৪ ) বিষয়ে ভর্তি পরীক্ষা

১। বাংলা ৩০ নম্বর

২। ইংরেজি  ৩০ নম্বর

৩। পালি ৪০ নম্বর

পাস মার্ক = ৩৭ মোট- ১০০ নম্বর

নোট : ভর্তিচ্ছু প্রার্থীকে ভর্তি পরীক্ষায় বাংলায় ন্যূনতম ৬ নম্বর, ইংরেজিতে ন্যূনতম ৫ নম্বর এবং পালি বিষয়ে ন্যূনতম ১৫ নম্বর পেতে হবে।


নাট্যকলা (বি৫) বিষয়ে ভর্তি পরীক্ষা

১। বাংলা ৩০ নম্বর

২। ইংরেজি ৩০ নম্বর

৩। ব্যবহারিক ৪০ নম্বর

পাস মার্ক = ৩৭ মোট- ১০০

নোট : ১. সাধারণ ভর্তিচ্ছু প্রার্থীকে ভর্তি পরীক্ষায় ব্যবহারিক ছাড়া ন্যূনতম বাংলায় ৬ নম্বর, ইংরেজিতে ৫ নম্বর এবং ব্যবহারিক পরীক্ষায় ২০ নম্বর পেতে হবে। কোটার পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা (এমসিকিইউ) ও ব্যবহারিক পরীক্ষায় ৩৫ নম্বর পেতে হবে।

২. ভর্তি পরীক্ষার (এমসিকিইউ) সময়কাল হবে এক ঘন্টা এবং ব্যবহারিক পরীক্ষার সময়কাল হবে এক ঘন্টা। ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।


সংস্কৃত (বি৬ ) বিষয়ে ভর্তি পরীক্ষা

১। বাংলা  ৩০ নম্বর

২। ইংরেজি ৩০ নম্বও

৩। সংস্কৃত ৪০ নম্বর

পাস মার্ক = ৩৭ মোট- ১০০ নম্বর

নোট : ভর্তিচ্ছু প্রার্থীকে ভর্তি পরীক্ষায় বাংলায় ন্যূনতম ৬ নম্বর, ইংরেজিতে ন্যূনতম ৫ নম্বর এবং সংস্কৃত বিষয়ে ১৫ নম্বর পেতে হবে।


আইইআরটি (বি৭) এর ভর্তি পরীক্ষা

আইইআরটি-এ মানবিক ও সমাজ বিজ্ঞান শাখায় (বি৭এইচ) ভর্তিচ্ছুদের জন্য

১। বাংলা ৩০ নম্বর

২। ইংরেজি ৩০ নম্বর

৩। সাধারণ জ্ঞান ৪০ নম্বর

পাস মার্ক = ৪০ মোট ১০০ নম্বর

নোট : ভর্তিচ্ছু প্রার্থীকে ভর্তি পরীক্ষায় বাংলায় ন্যূনতম ১১ নম্বর, ইংরেজিতে ন্যূনতম ১০ নম্বর এবং সাধারণ জ্ঞান বিষয়ে ন্যূনতম ১৬ নম্বর

পেতে হবে।


আইইআরটি-এ ব্যবসায় শিক্ষা শাখায় (বি৭সি) ভর্তিচ্ছুদের জন্য

১। বাংলা  ৩০ নম্বর

২। ইংরেজি ৩০ নম্বর

৩। সাধারণ জ্ঞান ৪০ নম্বর

পাস মার্ক = ৪০ মোট ১০০ নম্বর

নোট : ভর্তিচ্ছু প্রার্থীকে ভর্তি পরীক্ষায় বাংলায় ন্যূনতম ১১ নম্বর, ইংরেজিতে ন্যূনতম ১০ নম্বর এবং সাধারণ জ্ঞান বিষয়ে ন্যূনতম ১৬ নম্বও পেতে হবে।


আইইআরটি-এ বিজ্ঞান শাখায় (বি৭এস) ভর্তিচ্ছুদের জন্য

১। বাংলা ৩০ নম্বর

২। ইংরেজি ৩০ নম্বর

৩। সাধারণ জ্ঞান ৪০ নম্বর

পাস মার্ক = ৪০ মোট ১০০ নম্বর

নোট: ভর্তিচ্ছু প্রার্থীকে ভর্তি পরীক্ষায় বাংলায় ন্যূনতম ১১ নম্বর, ইংরেজিতে ন্যূনতম ১০ নম্বর এবং সাধারণ জ্ঞান বিষয়ে ন্যূনতম ১৬ নম্বর পেতে হবে।

নোট: বিজ্ঞান শাখায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে অবশ্যই জীব বিজ্ঞান অথবা গণিত পাঠ্য বিষয় হিসেবে থাকতে হবে।


সংগীত (বি৮) বিষয়ে ভর্তি পরীক্ষা

১। বাংলা ৩০ নম্বর

২। ইংরেজি ৩০ নম্বর

৩। ব্যবহারিক ৪০ নম্বর

পাস মার্ক = ৩৭ মোট ১০০ নম্বর

নোট: ১. সাধারণ ভর্তিচ্ছু প্রার্থীকে ভর্তি পরীক্ষায় ব্যবহারিক ছাড়া ন্যূনতম বাংলায় ৬ নম্বর, ইংরেজিতে ৫ নম্বর এবং ব্যবহারিক পরীক্ষায় ২০ নম্বর পেতে হবে। কোটার পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা (এমসিকিইউ) ও ব্যবহারিক পরীক্ষায় ৩৫ নম্বর পেতে হবে।

২. ভর্তি পরীক্ষার (এমসিকিইউ) সময়কাল হবে এক ঘন্টা এবং ব্যবহারিক পরীক্ষার সময়কাল হবে এক ঘন্টা। ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।

বি: দ্র: ই২ থেকে ই৮ পর্যন্ত  ইউনিটের ভর্তি পরীক্ষা একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে বিধায় একজন শিক্ষার্থীর একাধিক ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নেই।

সি ইউনিট (ব্যবসায় প্রশাসন অনুষদ) ভর্তি পরীক্ষা


(ব্যবসায় শিক্ষা শাখা-সি১)

ব্যবসায় শিক্ষা/ব্যবসা ব্যবস্থাপনা গ্রুপ থেকে উচ্চ মাধ্যমিক বা হিসাব বিজ্ঞান বিষয়সহ ডিপ্লোমা ইন কমার্স/ ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট/ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ পরীক্ষায় উত্তীর্ণ ভর্তিচ্ছু প্রার্থীদের জন্য :

১। বাংলা ১০ নম্বর

২। ইংরেজি ৩০ নম্বর

৩। হিসাব বিজ্ঞান ৩০ নম্বর

৪। ব্যবসায় নীতি ও প্রয়োগ ৩০ নম্বর

পাস মার্ক = ৪০ মোট = ১০০ নম্বর

নোট : ১। ভর্তিচ্ছু প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অবশ্যই বাংলায় ন্যূনতম ৩ নম্বর এবং ইংরেজিতে ন্যূনতম ৮ নম্বর পেতে হবে।

হিসাব বিজ্ঞান ও ব্যবসায় নীতি যে কোন একটিতে ন্যূনতম ১২ ও অন্যটিতে ন্যূনতম ৮ নম্বর পেতে হবে।


(মানবিক শাখা- সি২)

মানবিক শাখায় উচ্চ মাধ্যমিক বা সমমান বা হিসাব বিজ্ঞান বিষয় ব্যতীত ডিপ্লোমা ইন কমার্স/ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট/

ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ বা ‘এ’ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ ভর্তিচ্ছু প্রার্থীদের জন্য :

১। বাংলা ১০ নম্বর

২। ইংরেজী  ৩০ নম্বর

৩। অর্থনীতি/পরিসংখ্যান  ৬০ নম্বর

পাস মার্ক = ৪০ মোট ১০০ নম্বর

নোট : ভর্তিচ্ছু প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অবশ্যই বাংলায় ন্যূনতম ৩ নম্বর, ইংরেজীতে ন্যূনতম ৮ নম্বর এবং অর্থনীতি/পরিসংখ্যানে ন্যূনতম ২৪ নম্বর পেতে হবে।


(বিজ্ঞান শাখা-সি৩)

বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক/সমমান/ ‘এ’ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ ভর্তিচ্ছু প্রার্থীদের জন্য :

১। বাংলা ১০ নম্বর

২। ইংরেজি ৩০ নম্বর

৩। গণিত (বীজগণিত ও ক্যালকুলাসসহ) ৬০ নম্বর

পাস মার্ক = ৪০ মোট ১০০ নম্বর

নোট: ভর্তিচ্ছু প্রার্থীকে ভর্তি পরীক্ষায় বাংলায় ন্যূনতম ৩ নম্বর, ইংরেজীতে ন্যূনতম ৮ নম্বর এবং গণিতে ন্যূনতম ২৪ নম্বর পেতে হবে।

বি.দ্র. যে সকল ভর্তিচ্ছু প্রার্থী হিসাব রক্ষণনীতি ও পদ্ধতি এবং ব্যাংকিং ও বীমা নিয়ে ব্যবসা ব্যবস্থাপনা শাখা হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করেছে এবং হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে যে কোন শিক্ষা বোর্ড থেকে ডিপ্লোমা ইন কমার্স/ডিপ্লেমা ইন বিজনেস ম্যানেজমেন্ট/ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ পরীক্ষায় পাশ করেছে তাদেরকে সি ইউনিটের বাণিজ্য শাখায় এবং অর্থনীতি বিষয় নিয়ে যারা ব্যবসায় ব্যবস্থাপনা শাখা বা গার্হস্থ্য অর্থনীতি শাখায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করেছে এবং হিসাব বিজ্ঞান বিষয় ব্যতীত যে কোন শিক্ষা বোর্ড অথবা অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন কমার্স/ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট/ডিপ্লেমা ইন বিজনেস স্টাডিজ অথবা সমমান পরীক্ষায় পাশ করেছে তাদেরকে সি ইউনিটের মানবিক শাখায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।


ডি ইউনিট(সমাজ বিজ্ঞান অনুষদ)ভর্তি পরীক্ষা

১। বাংলা ৩০ নম্বর

২। ইংরেজি ৩০ নম্বর

৩। সাধারণ জ্ঞান/গণিত ২০ নম্বর

৪। বিশ্লেষণ দক্ষতা ২০ নম্বর

পাস মার্ক = ৪০ মোট ১০০ নম্বর

নোট: (ক) ভর্তিচ্ছু প্রার্থীকে ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজী প্রতিটি বিষয়ে আলাদাভাবে ন্যূনতম ৮ নম্বর, বিশ্লেষণ দক্ষতায়

ন্যূনতম ৭ নম্বর এবং সাধারণ জ্ঞান/গণিত বিষয়ে ন্যূনতম ৭ নম্বর পেতে হবে।

(খ) অর্থনীতি বিষয়ে ভর্তিচ্ছু বিজ্ঞান গ্রুপ থেকে উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় গণিত থাকা

আবশ্যক, তবে ভর্তি পরীক্ষায় গণিত বিষয়ে উত্তর প্রদান বাধ্যতামূলক নয়।


ই ইউনিট (আইন অনুষদ) ভর্তি পরীক্ষা

১। বাংলা ৩০ নম্বর

২। ইংরেজি ৫০ নম্বর

৩। সাধারণ জ্ঞান ২০ নম্বর

পাস মার্ক = ৪০ মোট – ১০০ নম্বর

নোট: (ক) ভর্তিচ্ছু প্রার্থীকে ভর্তি পরীক্ষায় বাংলা বিষয়ে ন্যূনতম ১১ নম্বর, ইংরেজি বিষয়ে ন্যূনতম ২০ নম্বর এবং সাধারণ জ্ঞান বিষয়ে ন্যূনতম ৯ নম্বর পেতে হবে।


এফ১ ইউনিট (জীব বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা

১। বাংলা ১০ নম্বর

২। ইংরেজি ১৫ নম্বর

৩। উদ্ভিদ বিজ্ঞান, প্রাণিবিদ্যা, রসায়ন ও গণিত

(যে কোন তিনটি বিষয়ে উত্তর দিতে হবে; প্রতি বিষয়ের মান হবে ২৫ নম্বর) সর্বমোট = ৭৫ নম্বর

পাস মার্ক = ৪০ মোট – ১০০ নম্বর


এফ২ ইউনিট মনোবিজ্ঞান বিষয়ে ভর্তিচ্ছু মানবিক শাখা হতে উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের জন্য:

১। বাংলা ১০ নম্বর

২। ইংরেজি  ১৫ নম্বর

৩। মনোবিজ্ঞান  ৫০ নম্বর

৪। সাধারণ জ্ঞান  ২৫ নম্বর

পাস মার্ক = ৪০ মোট = ১০০ নম্বর


এফ ৩ ইউনিট ভূগোল ও পরিবেশবিদ্যা বিষয়ে ভর্তিচ্ছু মানবিক শাখা হতে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য :

১। বাংলা ১০ নম্বর

২। ইংরেজি  ১৫ নম্বর

৩। ভূগোল  ৫০ নম্বর

৩। সাধারণ জ্ঞান  ২৫ নম্বর

পাস মার্ক = ৪০ মোট : ১০০ নম্বর

নোট : ১। ভর্তি পরীক্ষায় আবশ্যিক বাংলায় ন্যূনতম ৩ নম্বর এবং আবশ্যিক ইংরেজি বিষয়ে ন্যূনতম ৪ নম্বর পেতে হবে।

২। বাংলা ও ইংরেজি ছাড়া অন্যান্য বিষয়ে ন্যূনতম ১০ নম্বর করে পেতে হবে।

৩। প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিষয়ে ভর্তিচ্ছু প্রার্থীকে রসায়ন বিষয়ে ন্যূনতম শতকরা ৪০ নম্বর পেতে হবে।

৪। মাইক্রোবায়োলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিষয়ে ভর্তিচ্ছু প্রার্থীকে উদ্ভিদ বিজ্ঞান ও প্রাণিবিদ্যা বিষয়ে ন্যূনতম শতকরা ৪০ নম্বর করে পেতে হবে।

৫। মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে ভর্তিচ্ছু প্রার্থীকে রসায়ন বা উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে শতকরা ৪০ নম্বর পেতে হবে।

৬। মনোবিজ্ঞান/ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে ভর্তিচ্ছু প্রার্থীকে মনোবিজ্ঞান/ভূগোল বিষয়ের উত্তর দিতে হবে

এবং শতকরা ৪০ নম্বর পেতে হবে।

৭। ফার্মেসী বিষয়ে ভর্তিচ্ছু প্রার্থীকে প্রাণীবিদ্যা, উদ্ভিদ বিজ্ঞান ও রসায়ন বিষয়ে শতকরা ৪০ নম্বর করে পেতে হবে।


জি ইউনিট (ইঞ্জিনিয়ারিং অনুষদ) ভর্তি পরীক্ষা

১. বাংলা  ১০ নম্বর

২. ইংরেজী  ২০ নম্বর

৩. গণিত  ২৫ নম্বর

৪. পদার্থবিদ্যা  ২৫ নম্বর

৫. রসায়ন/পরিসংখ্যান =২০ নম্বও (যে কোন ০১টি বিষয়ের উত্তর দিতে হবে)

পাস মার্ক = ৪০ মোট = ১০০ নম্বর

নোট : ভর্তিচ্ছু প্রার্থীকে বাংলায় ন্যূনতম ৩ নম্বর, ইংরেজিতে ন্যূনতম ৬ নম্বর, রসায়ন/পরিসংখ্যান বিষয়ে ন্যূনতম ০৮ নম্বর এবং গণিত ও পদার্থবিদ্যা বিষয়ে ন্যূনতম ১০ নম্বর করে পেতে হবে।


এইচ ইউনিট (শিক্ষা অনুষদ)

এইচ ইউনিট (শিক্ষা অনুষদ) ভর্তি পরীক্ষা এমসিকিইউ

১। বাংলা  ১০ নম্বর

২। ইংরেজি  ১০ নম্বর

৩। সাধারণ জ্ঞান  ২০ নম্বর

৪। শারীরিক শিক্ষা ও খেলাধুলা  ৩০ নম্বর

মোট ৭০ নম্বর

ব্যবহারিক

১। ফিল্ড টেস্ট  ২০ নম্বর

২। খেলাধুলার সনদ ১০ নম্বর

মোট ৩০ নম্বর

সর্বমোট (৭০+৩০)= ১০০ নম্বর ।

পাস মার্ক = ৩৮

নোট: সাধারণ ভর্তিচ্ছু প্রার্থীকে ভর্তি পরীক্ষায় ন্যূনতম বাংলায় ০৩ নম্বর, ইংরেজিতে ০৩ নম্বর, সাধারণ জ্ঞানে ০৬ নম্বর এবং শারীরিক শিক্ষা ও খেলাধুলায় ১২ নম্বর, ফিল্ড টেস্টে ১২ নম্বর এবং সনদে ০২ নম্বর পেতে হবে। কোটায় পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা (এমসিকিইউ), ফিল্ড টেস্ট ও সনদের মানসহ মোট ৩৫ নম্বর পেতে হবে। ভর্তি পরীক্ষার (এমসিকিইউ) সময়কাল এক ঘন্টা। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে। ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।


আই-ইউনিট (ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ) ভর্তি পরীক্ষা

১। বাংলা  ১০ নম্বর

২। ইংরেজি ১৫ নম্বর

৩। প্রাণিবিদ্যা  ১৫ নম্বর

৪। উদ্ভিদ বিজ্ঞান  ১৫ নম্বর

৫। রসায়ন  ১৫ নম্বর

৬। পদার্থবিদ্যা  ১০ নম্বর

৭। গণিত  ১০ নম্বর

৮। সাধারণ জ্ঞান  ১০ নম্বর

পাস মার্ক = ৪০ মোট- ১০০ নম্বর

নোট: (ক) ভর্তিচ্ছু প্রার্থীকে ভর্তি পরীক্ষায় বাংলা, পদার্থবিদ্যা, গণিত ও সাধারণ জ্ঞানের প্রতিটি বিষয়ে ন্যূনতম ৩ নম্বর এবং

ইংরেজি, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণিবিদ্যা ও রসায়ন প্রতিটি বিষয়ে ন্যূনতম ৪ নম্বর পেতে হবে।

(খ) ভর্তি পরীক্ষার ফলাফলের মেধাক্রমানুসারে সাক্ষাৎকারের সময় ছাত্র-ছাত্রীদের পছন্দ অনুসারে বিষয় (মেরিন সায়েন্স/ওশানোগ্রাফী/ফিশারিজ) নির্ধারণ করা হবে। পরবর্তীকালে বিষয় পরিবর্তন করা যাবে না।

জে ইউনিট (ইন্স্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস) ভর্তি পরীক্ষা

১। বাংলা  ১০ নম্বর

২। ইংরেজী  ১৫ নম্বর

৩। পদার্থবিদ্যা  ১০ নম্বর

৪। রসায়ন  ১০ নম্বর

৫। উদ্ভিদ বিজ্ঞান  ১৫ নম্বর

৬। প্রাণিবিদ্যা  ১৫ নম্বর

৭। গণিত  ১৫ নম্বর

৮। সাধারণ জ্ঞান  ১০ নম্বর

পাস মার্ক = ৪০ মোট- ১০০ নম্বর

নোট: ভর্তিচ্ছু প্রার্থীকে ভর্তি পরীক্ষায় বাংলা, পদার্থবিদ্যা, রসায়ন ও সাধারণ জ্ঞানের প্রতিটি বিষয়ে অবশ্যই ন্যূনতম ৩ নম্বর এবং

ইংরেজী, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণিবিদ্যা ও গণিত প্রতিটি বিষয়ে ন্যূনতম ৪ নম্বর পেতে হবে ।

আরো পড়তে পারেন - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি