Featured

MedicineSubject

অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন নিরাপদ, পরীক্ষামূলক প্রয়োগে ফল এসেছে ইতিবাচক

, জুলাই ২০, ২০২০ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z
করোনার খবর করোনা বাংলাদেশ করোনা ভাইরাস আপডেট বাংলাদেশ

করোনাভাইরাস নিয়ে গবেষণার শুরু থেকে বিশ্বের আলোচনার কেন্দ্রে আছে অক্সফোর্ডের করোনাভাইরাস ভ্যাকসিন । পরীক্ষামূলকভাবে এর প্রয়োগ শেষ হয়ে বিজ্ঞানীরা ফলাফল হাতে পেয়েছেন । যা ইতিবাচক ।

গবেষকেরা বলছেন, মানবদেহে প্রয়োগের ক্ষেত্রে ভ্যাকসিনটি নিরাপদ বলে প্রমাণ পাওয়া গেছে। তবে পুরোপুরি নিরাপদ ঘোষণা করার জন্য আরও পরীক্ষার প্রয়োজন আছে।
অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি ভ্যাকসিনটির পরীক্ষামূলক প্রয়োগের অগ্রিম ফলাফল প্রকাশ করা হয় আজ সোমবার । 

ভ্যাকসিনটি পরীক্ষামূলকভাবে  ১ হাজার ৭৭ জন স্বেচ্ছাসেবকের উপর প্রয়োগ করা হয়েছিলো । এই ভ্যাকসিনটি শরীরে ইনজেকশন দিয়ে প্রবেশ করানোর পর শরীরে প্রয়োজনীয় অ্যান্টিবডি ও শ্বেত রক্তকণিকা সৃষ্টি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ।
যুক্তরাজ্যের অক্সফোর্ড  ইউনিভার্সিটির ওষুধ উৎপাদনকারী অ্যাস্ট্রাজেনেকার পরীক্ষামূলক ভ্যাকসিন প্রথম ভ্যাকসিন হিসেবে চূড়ান্ত ধাপে পৌঁছেছে। এটি কোভিড-১৯ থেকে মানুষকে কতটা কার্যকরভাবে সুরক্ষা দিতে পারে, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। যুক্তরাজ্যের পাশাপাশি এটি দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলেও পরীক্ষা করা হচ্ছে।