Featured

Technology

কনটেন্ট ক্রিয়েটরদের ২০ কোটি মার্কিন ডলার দেবে টিকটক

, জুলাই ২৮, ২০২০ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z
Tiktak Video How To Make Tiktak Video 2020 Tiktak Video 2019 Tiktak 2020 Bangla Tiktak Kids Tiktak Taheri Tiktak Laughter Tiktak Video
TikTok

বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম হলো টিকটক । দিনদিন টিকটকের জনপ্রিয়তা বেড়ে চলেছে । কিন্তু এর পাশাপাশি একের পর এক বিপদ আসছে টিকটকের উপর ।

সাম্প্রতিক সময়ে ভারতে নিষিদ্ধ হয়েছে টিকটক । আর এখন যুক্তরাষ্ট্রেও টিকটকের উপর কড়াকড়ি আরোপ করছে ।এমতাবস্থায় টিকটক এর ব্যবহারকারিদের ধরে রাখতে শীর্ষ স্থানীয় কনটেন্ট ক্রিয়েটরদের ধরে রাখতে এবং নতুন ব্যবহারকারীদের আকর্ষণ করতে ২০ কোটি মার্কিন ডলার কনটেন্ট ক্রিয়েটরসদের দেয়ার ঘোষণা দিয়েছে ।

টিকটক কতৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছেন,
এ প্রোগ্রামের মাধ্যমে যেসকল কনটেন্ট ক্রিয়েটর মেধা খাটিয়ে ও সময় নিয়ে কনটেন্ট তৈরি করে থাকে এদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য ।
কতৃপক্ষ এই প্রোগ্রামটির নাম দিয়েছে টিকটক ক্রিয়েটরস ফান্ড । এই প্রোগ্রামটি প্রথমে শুরু হবে যুক্তরাষ্ট্রে । এরপর ধীরে ধীরে সকল দেশেই চালু করা হবে টিকটকের মনিটাইজেশন ফিচার ।