Featured

Space

স্পেস এক্সপ্লোরেশনের নতুন অধ্যায়

, জুন ০১, ২০২০ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z

নতুন এক ইতিহাস রচিত হয়ে গেলো গত শনিবার । ব্যক্তি মালিকানাধীনে থাকা স্পেস এক্সপ্লুরেশন বিষয়ক প্রতিষ্ঠান স্পেসএক্স (SpaceX) এর একটি রকেটে করে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার (NASA) দুজন নভোচারী মহাকাশ স্টেশন (ISS= International Space Station) এর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন ।
কোনো ব্যক্তি মালিকাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে স্পেসে নভোচারী পাঠানোর ঘটনা এটি প্রথম । এর আগে এমন কোনো ঘটনা ঘটে নি । পূর্বে মহাকাশে নভোচারী যে সকল প্রতিষ্ঠান পাঠিয়েছেন তা ছিলো সে দেশগুলোর সরকারী প্রতিষ্ঠানের মাধ্যমে ।
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের ৩৯এ প্যাড থেকে যাত্রা শুরু করে মহাকাশযানটি । এতে নাসার দুজন নভোচারী আছেন । এরা হলেন - রবার্ট বেনকেন ও ডগলাস হার্লে ।
গত এক দশকে নভোচারী নিয়ে আমেরিকার মাটি থেকে যাত্রা করা এটি প্রথম মহাকাশ যান । স্পেসএক্স কোম্পানির ফ্যালকন ৯ রকেটে করে এই যাত্রা শুরু করেন নভোচারীরা । স্পেস স্টেশনে পৌছাতে সময় লাগবে ১৯ ঘন্টার মতো ।