Featured

MedicineResearchSubject

উপসর্গ নেই এমন করোনা আক্রান্ত ব্যক্তি সংক্রমণ ছড়ানোর ঘটনা "খুবই বিরল": WHO

, জুন ০৯, ২০২০ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z

উপসর্গহীন করোনা আক্রান্ত ব্যক্তি থেকে সংক্রমণ ছড়ায় না । যদি কোনো উপসর্গহীন করোনা আক্রান্ত ব্যক্তি থেকে ভাইরাসের সংক্রমণ ছড়ায় তবে তা "খুবই বিরল" ঘটনা বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) । সোমবার এই তথ্য জানিয়েছেন World Health Organization (WHO) এর ইমার্জিং ডিজিজ বিভাগের প্রধান মারিয়া ভ্যান কেরখভ ।
কোভিড-১৯ একটি নতুন ভাইরাস হওয়ায় বিজ্ঞানীরা এখনো এটি নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন । নিয়মিত এটি নিয়ে নতুন-নতুন তথ্য হাতে আসছে গবেষকদের ।
করোনা মহামারীর শুরুর পর প্রাথমিকভাবে পাওয়া তথ্য থেকে বলা হয় যে, করোনা আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে এই ভাইরাস ছড়িয়ে পড়ে, তা করোনা পজিটিভ ব্যক্তি উপসর্গহীন হলেও ছড়ায়।
কিন্তু সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস নিয়ে এই নতুন তথ্য দিলেন ।
WHO এর ইমার্জিং ডিজিজ এর প্রধান মারিয়া ভ্যান কেরখভ জানান, কয়েকটি দেশের পরিসংখ্যান ও তথ্য থেকে এমন ধারণা করা হচ্ছে যে উপসর্গহীন করোনা রোগীদের থেকে হয়তো ভাইরাসের সংক্রমন ঘটে না।  এনিয়ে পুরোপুরি নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না, এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।