Featured

AstronomySpace

সন্ধান মিলেছে সব চেয়ে নিকটবর্তী ব্ল্যাকহোলের

, মে ০৭, ২০২০ WAT
Last Updated 2021-04-13T19:45:49Z

পৃথিবীর নিকটতম ব্ল্যাকহোলের সন্ধানে জ্যোতির্বিজ্ঞানীদের কাছে নতুন তথ্য হাতে এসেছে। এটি প্রায় ১০০০ আলোক বর্ষ দূরে পৃথিবী থেকে ।
এটি খুব কাছাকাছি না শোনাতে পারে তবে মহাবিশ্বের আকারের কথা বিবেচনা করলে তখন এটিকে আসলে ঘরের পাশে বলেই মনে হবে ।
বিজ্ঞানীরা ব্ল্যাকহোলটি দুটি তারা পর্যবেক্ষন করতে গিয়ে আবিষ্কার করে বসেন । এই তারকাদের মাঝে ব্ল্যাকহোল উপস্থিত থাকায় এরা খুবই অস্বাভাবিক আচরণ করছিলো। সাধারণত, কৃষ্ণগহ্বর বা ব্ল্যাকহোলগুলি গ্যাস এবং ধূলিকণার সাথে যেভাবে মিথস্ক্রিয়া করে তা বিশ্লেষন করে আবিষ্কার করা হয়। তারা যখন এই উপাদানগুলোর উপর প্রভাব বিস্তার করে তখন তা থেকে প্রচুর পরিমাণে এক্স-রে রশ্মি নির্গত হয় যা টেলিস্কোপে ধরা পড়ে এবং বিশ্লেষণের মাধ্যমে ব্ল্যাকহোলের অবস্থান চিহ্নিত করে ।
কিন্তু এবারের ব্ল্যাকহোলটি একটু ব্যতিক্রমিভাবে চিহ্নিত করা হয়েছে । সুতরাং এটি একটি অস্বাভাবিক ঘটনা ।