Featured

NewsTechnology

চলে গেলেন মিস্টার কপি-পেস্ট ল্যারি টেসলার

, ফেব্রুয়ারী ২০, ২০২০ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z

মারা গেছেন কাট, কপি এবং পেস্ট এর উদ্ভাবক ল্যারি টেসলার । ল্যারি টেসলার একজন কম্পিউটার বিজ্ঞানী ।
৭৪ বছর বয়সে মারা গেছেন এই প্রখ্যাত বিজ্ঞানী।
ল্যারি টেসলারর ১৯৪৫ সালে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। তিনি ক্যালিফোর্নিয়ার স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। স্নাতক শেষ হওয়ার পরই মূলত তিনি কম্পিউটারের কাজকে আরো সহজ করার চেষ্টা করতে থাকেন। কম্পিউটার ইউজার ইন্টারফেসে বিপ্লব ঘটিয়েছেন এই বিজ্ঞানী।
১৯৬০ সালে যখন কম্পিউটারের প্রচলন খুব একটা হয়নি তখনই প্রযুক্তি উপত্যকা খ্যাত সিলিকন ভ্যালিতে কর্ম জীবন শুরু করেন ল্যারি টেসলার। এদিকে টেসলারের মৃত্যুতে শোক জানিয়েছে তার দীর্ঘদিনের কর্মস্থল জেরোক্স। একটি টুইটে টেসলারের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেরোক্সের পক্ষ থেকে বলা হয়, ধন্যবাদ তার বৈপ্লবিক চিন্তাকে যেটা আপনার কাজকে আরো সহজ করেছে।