Featured

Technology

বার্তা আদান-প্রদানে নিরাপদ টেলিগ্রাম মেসেঞ্জার

, জানুয়ারী ১৮, ২০২০ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z

টেলিগ্রাম মেসেঞ্জারে এনক্রিপশন টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যার ফলে ব্যবহারকারীদের মেসেজ এবং ডাটা হাইলি সিকিউরড থাকে। এছাড়া টেলিগ্রামের প্রোগ্রামিং এ ব্যবহৃত হয়েছে ক্লাউড বেস সিস্টেম। যার ফলে একই অ্যাকাউন্ট যেকোনো ডিভাইস দিয়ে একই সময়ে ব্যবহার করা যায়। এছাড়া একই সময়ে ব্যবহারকারীর প্রতিটা মেসেজ ও ডাটা প্রত্যেকটা ডিভাইসে পাওয়া যায়। অন্যান্য মেসেজিং অ্যাপ্লিকেশনের তুলনায় টেলিগ্রাম সবচেয়ে দ্রুত কাজ করে। এছাড়া এনক্রিপশন টেকনোলোজির কারণে টেলিগ্রাম ব্যবহারকারীরা সবসময় হ্যাকারদের হাত থেকে নিরাপদ। কারণ কোনো হ্যাকার যদি কোনো ভাবে টেলিগ্রাম সার্ভারে প্রবেশ করতে সক্ষমও হয়, তবুও সাংকেতিক লিপির কারণে সে কখনো ব্যবহারকারীদের ম্যাসেজ কিংবা ডাটা উদ্ধার করতে সক্ষম হবে না।