Featured

NewsTechnology

ইন্টারনেটের গতি বাড়াবে স্পেসএক্সের স্যাটেলাইট

, ডিসেম্বর ১০, ২০১৯ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z

স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও সিইও ইলন মাস্ক বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে জন্য দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে ১২ হাজার স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছেন।
এ লক্ষ্য বাস্তবায়নে প্রাথমিকভাবে ১২ হাজার স্যাটেলাইট স্থাপন করা হবে। তবে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) কাছ থেকে ইতিমধ্যে আরও ৩০ হাজার স্যাটেলাইট স্থাপনের অনুমতি চেয়েছে স্পেসএক্স।
পুরো বিশ্বকে দ্রুতগতির ইন্টারনেটের আওতায় আনতে ২৫ বার রকেটে করে স্যাটেলাইটগুলো মহাকাশে পাঠাতে হবে।
গত সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ‘কেপ ক্যানাভেরাল এয়ার ফোর্স স্টেশন’ থেকে ফ্যালকন ৯ রকেটে করে ছোট আকারের ৬০টি 'স্টারলিংক স্যাটেলাইট' পাঠানো হয়েছে মহাকাশে ।