Featured

Warehouse

তার কাছ থেকে বই কিনলে পেঁয়াজ ফ্রি!

, নভেম্বর ১৫, ২০১৯ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z

বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৪০ টাকায়। এই পেঁয়াজ চলে গেছে মধ্যবিত্ত ও নিম্মবিত্ত জনগণের প্রায় নাগালের বাইরে। 
তবে ব্যবসায়ীদের এমন কর্মকাণ্ড ও পেঁয়াজের বাজারের উর্ধ্বমুখীতার প্রতিবাদ জানাতে এবার ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম।

বইয়ের ব্যবসার সাথে সম্পৃক্ত এই শিক্ষার্থী পাঠকরা বই কিনলে প্রতিটি বইয়ের সাথে প্রতিবাদ হিসাবে একটি করে পেঁয়াজ ফ্রি দেবেন বলে জানিয়েছেন।
জানা যায়, পাঠকদের নিকট দীর্ঘদিন ধরে বই বিক্রি করে আসছেন এ শিক্ষার্থী। পেঁয়াজের দাম বৃদ্ধিতে শুরু থেকে প্রতিবাদ জানিয়ে আসছেন। সর্বশেষ ব্যবসায়ীদের কর্মকাণ্ডের প্রতিবাদে এই কার্যক্রম হাতে নেন তিনি।

সাজ্জাদুল ইসলাম তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, 'ভোলগা থেকে গঙ্গা, দাম ২০০ টাকা মাত্র। সাথে বড় একটা পেঁয়াজ ফ্রি.. পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে মিশোপার পক্ষ থেকে প্রতিবাদ হিসেবে আমরা প্রতি বইয়ের সাথে একটা করে পেঁয়াজ ফ্রি দিবো।'
-সংগ্রহীত