Biggan O Projuktiখবরপ্রযুক্তিবিজ্ঞান ও প্রযুক্তি

উন্মোচিত হলো টেসলার 'সাইবার ট্রাক'

, November 22, 2019 WAT
Last Updated 2020-08-10T07:05:41Z
Advertisement

টেসলার সাইবার ট্রাক এসে গেছে এবং এটি আপনার দেখা কোনো পিক-আপ ট্রাকের সাথে মিল খুজে পাবেন না । লস অ্যাঞ্জেলেসের ঠিক বাইরে ক্যালিফোর্নিয়ার হথর্ন-এর ডিজাইন স্টুডিওতে দীর্ঘ প্রতীক্ষিত ইলেকট্রিক পিক-আপ ট্রাক উন্মোচন করলেন টেসলা সিইও ইলন মাস্ক ।

যখন পিক-আপ ট্রাকটি মঞ্চে নিয়ে আসা হয়, তখন ভিড়ের মধ্যে অনেকেই পরিষ্কারভাবে বিশ্বাস করতে পারছিল না যে এমন গাড়ি তাঁরা দেখতে আসছেন । সাইবার ট্রাকটি দেখতে অনেকটা বড় আকারের "মেটাল ট্র্যাপেজোয়েড অন হুইলস"-এর মতো । আবার অনেকটা আর্ট পিসের মতো ।