Featured

AdmissionNews

ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল স্থগিত

, অক্টোবর ২০, ২০১৯ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z

অসামঞ্জস্যের অভিযোগ ওঠায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল স্থগিত করা হয়েছে। পর্যালোচনা করে শিগগিরই আবার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে রোববার দুপুরে ‘ক’ ইউনিটের ফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে ফল ঘোষণা করেন।
ফলাফল ঘোষণার পরই গণিত অংশের ফলাফল নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অভিভাবকরা।
এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ হওয়ার কিছু সময় পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফল স্থগিতের ঘোষণা দেয়।

‘ক’ ইউনিটের প্রকাশিত ফলাফলে এবার ১৩.০৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছিলেন।
গত ২০ সেপ্টেম্বর ‘ক’ ইউনিটের পরীক্ষা হয়েছিল।
‘ক’ ইউনিটে এবার এক হাজার ৭৯৫ আসনের বিপরীতে ৮৮ হাজার ৯৯৬ জন শিক্ষার্থী আবেদন করেন। তবে ভর্তি পরীক্ষায় অংশ নেন ৮৫ হাজার ৮৭৯ জন।

তাদের মধ্যে নৈর্ব্যক্তিক অংশে পাস করেছেন ২৫ হাজার ৯২৭ আর নৈর্ব্যক্তিক ও লিখিত অংশে সমন্বিতভাবে পাস করেছেন ১১ হাজার ২০৭ জন পরীক্ষার্থী।