Featured

News

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৭৩.৯৩%

, জুলাই ১৭, ২০১৯ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z

আজ এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০১৯ এর ফলাফল প্রকাশিত হয়েছে । পাশের হার ৭৩.৯৩ শতাংশ। এছাড়া এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছে ৪৭ হাজার ৫৮৬ জন। ফলাফল বিশ্লেষণে ছাত্রদের থেকে ছাত্রীদের পাশের হার বেশি।
সাধারণ আট বোর্ডে পাসের হার ৭১.৮৫ শতাংশ। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৫৬ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৬২ শতাংশ।
সকাল ১০টায় বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রধানমন্ত্রীর হাতে ফলের সার-সংক্ষেপ তুলে দেন।
দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষা মন্ত্রী। বেলা ১টা থেকে পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকে ফল জানা যাবে।
-HSC রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন

-চট্টগ্রাম বোর্ডের ফলাফল দেখতে এখানে ক্লিক করুন

শিক্ষার্থীরা সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ইন্টারনেট বা মোবাইলের মাধ্যমে ওয়েবসাইট থেকে তাদের ফল জানতে পারবে।
এ বছর ৯ হাজার ৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে। এদের মধ্যে ৬ লাখ ৬৪ হাজার ৪৯৬ ছাত্র ও ৬ লাখ ৮৭ হাজার ৯ জন ছাত্রী।