Featured

NewsTechnology

নতুন উদঘাটিত হওয়া ফেসবুক ভাইরাস

, মে ০৮, ২০১৯ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z
সম্প্রতি Ido Naor কর্তৃক উদ্ঘাটিত হয় নতুন একটি ফেসবুক ভাইরাস !!
জি হা এটিও অন্যন্য ভাইরাসের ন্যায় অনেক ক্ষতিকর এবং সাংঘাতিক একটি ভাইরাস। যেটি বেশ কিছুদিন যাবত ফেসবুক সহ বিভিন্ন সোসাল মিডিয়াতে ব্যাপক ভাবে শেয়ার হচ্ছে।
এই ভাইরাসটির নাম দেয়া হয়েছে “Facebook Messenger virus” । প্রথমেই জেনে নেই এই ভাইরাসটি চেনার উপায় । 
ভাইরাসটি বেশিরভাগ সময় ভিডিও ফরমেটে থাকে । এবং ভিডিও হিসেবেই এটি শেয়ার হয়ে থাকে ।
video_13925[.] bz
play_75367031[.]mp4[.] com
এটির নাম অনেক সময় এমন হয়ে থাকে। যার একটি স্ক্রিনশর্ট পোষ্টে সংযুক্ত করা হলো।
এটির প্রভাবঃ
এটি একটি Trojan ভাইরাস। যা আপনার ডিভাইসে যদি কোনো ভাবে এট্যাক করতে সক্ষম হয় তবে আপনার ডিভাইসের সম্পূর্ণ এক্সেস হ্যাকারে নিকট চলে যাবে। অর্থাৎ আপনার অজান্তেই হ্যাকার আপনার কম্পিউটারের সকল তথ্য (Password, Bank info, Hard disk Files, Email Access, Everything)নিয়ে নিতে পারে । এবং আপনার অগোচরেই আপনার ডিভাইস টি ব্যবহার করতে পারে। এমনকি বর্তমানে একজন ব্যাক্তি এই ভাইরাস দিয়ে আক্রান্ত হবার পর সেই ভিকটিমের সোসাল মিডিয়া দ্বারা পুনরায় এই ভাইরাসটি শেয়ার করা হচ্ছে (মেসেঞ্জার কিংবা গ্রুপ পোষ্ট এর মাধ্যমে)।
মূলত, এই ভাইরাসটি আমাদের ই-মেইল, থার্ড পার্টি সফটওয়্যার, কিংবা সোসাল মিডিয়ার বিভিন্ন ফাইলের মাধ্যমে ছড়াচ্ছে । প্রথমত আমরা সবসময় পাইরেসি কে সমর্থন করে যেকোনো সাইট থেকে ক্রাক সহ সফটওয়্যার ডাউনলোড করে থাকি । যার ফলে ক্রাকে অনেক সময় এ ধরনের ভাইরাস বাইন্ড করা থাকতে পারে । এবং একবার আপনার ডিভাইস টি তে এট্যাক দেবার পর, আপনার সোসাল মিডিয়া (ফেসবুক, ইমেইল) এর মাধ্যমে এই ভাইরাস টি দ্রুত শেয়ার হতে থাকে। এভাবেই আপনি এবং আপনার দ্বারাই আপনার বন্ধুরাও এই ভাইরাসের সম্মুখিন হচ্ছে।
সাবধানতাঃ
এই ভাইরাসসহ বিভিন্ন Trojan ভাইরাস থেকে রক্ষা পেতে হলে নিচের দিক নির্দেশনা গুলো ফলো করতে পারেনঃ
১। থার্ড পার্টি সফটওয়্যার এবং ক্রাক ব্যবহার থেকে দূরে থাকুন করলেও বুঝে শুনে ব্যবহার করুন।
২। পাইরেটেড কন্টেন্ট থেকে দূরে থাকুন।
৩। স্পাম মেইল এবং মেইলের যেকোনো ফাইল ডাউনলোডের ক্ষেত্রে সাবধান থাকুন।
৪। যেকোনো লিংক ক্লিক থেকে বিরত থাকুন।
৫। অজানা Extension যেমন [.]bz, ].[tz, bz, [.]cx etc ধরনের ফাইল ডাউনলোড থেকে বিরত থাকুন।
৬। নিয়মিত আপনার উইন্ডোজ টি আপডেট করুন।
৭। আপনার Windows Defender আপ টু ডেট রাখুন।
- সাইবার ৭১ এর ফেসবুক পাতা হতে ...