Featured

News

আসুন জেনে নেই ঝড়-তুফানের সময় নিরাপদ থাকতে যা করবেন

, মে ০৩, ২০১৯ WAT
Last Updated 2021-03-25T05:32:16Z
স্যাটেলাইট থেকে তোলা ঘূর্ণিঝড় ফনির ছবি
১. যেখানে ঝড়ের তীব্রতা কম অনুভূত হবে, সেখানে আশ্রয় নিন।
২. পুরনো বাড়ি ও ঝুঁকিপূর্ণ দেয়াল এড়িয়ে চলুন।
৩. ঝড়ের সময় গাড়ি চালানো থেকে বিরত থাকুন। নিরাপদ স্থানে গাড়ি দাঁড় করিয়ে রাখুন।
৪. ধুলোবালি বেশি হলে নিরাপদ স্থানে চলে যেতে পারেন।
৫. বাইরে থাকলে মজবুত কোনো ভবনের নিচে আশ্রয় নিন।
৬. নিরাপত্তার জন্য চশমা বা মাস্ক পরতে পারেন।
৭. ঝড়ের সময় কাচের দরজা-জানালা পর্দা দিয়ে ঢেকে দিন।
৮. বাড়ির জানালা-দরজা ভালোভাবে লাগিয়ে রাখুন।
৯. বাড়ির সব প্রকার ইলেকট্রিক সংযোগ বন্ধ রাখুন।
ঘূণিঝড় ফনি
১০. ঝড়ের সময় মোবাইল ফোন চার্জ দেবেন না।
১১. ঘরের বাইরে বের হবেন না।
১২. শিশুদের প্রতি খেয়াল রাখুন।
১৩. ঘরে পর্যাপ্ত শুকনো খাবার, পানি ও ওষুধ রাখবেন।
১৪. প্রয়োজনীয় কাগজপত্র ওয়াটারপ্রুফ ফাইলে রাখুন।
১৭. মোমবাতি বা ব্যাটারিচালিত কোনো আলো হাতের কাছে রাখুন